যাঁর প্রেরণা শক্তি আমাদের কর্মোদ্যম জীবন সংগ্রামের সত্য শপথ বিশ্বজয়ী হাতিয়ার সেই স্বর্গাদপি গরিয়সী পরম পূজ্যা বসন্ত দেবী, মাতা ঠাকুরাণীর প্রতি জানাই হার্দিক শ্রদ্ধা ও বিনম্র প্রণতি। মাগো, তোমারই বিদেহী অমরাত্মার দিব্য আশিষে জ্যোতির্ময় মহাসত্যে সাফল্যমণ্ডিত হোক আমাদের এই ক্ষুদ্র বিদ্যামন্দিরটির সংকল্প সাধনা। প্রার্থিব সম্পদ বা বৌদ্ধিক চেতনা যা পেয়েছি সবই তো তোমারই করুণার দান আর সারা জীবনের অক্লান্ত ও নিরলস শ্রমের সার্থক ফসল। তোমারই ফুলে তোমারই পূজায় শ্রীচরণে সমর্পিলাম বসন্ত আবাসের কার্য্য পরিকল্পনা ও শুভাশুভ সফল সুন্দর বাস্তব রূপায়ণ।
পরমাধ্যাবসন্ত দেবী
-: শ্রদ্ধার্ঘ্য :-
-: শিক্ষক / শিক্ষিকা :-
ভগবান মানুষকে সুখ, সম্পদ, আনন্দ সব কিছু দিয়ে জগতে পাঠিয়েছেন। কেবল একটি জিনিস দিলেন না, তা হল শান্তি। শান্তিকে নিজের চেষ্টায় অর্জন করতে হয়। তাই সংসার জীবনে নিরবিচ্ছিন্ন বিশ্রাম কোথাও নেই। আছে কেবল কাজ আর কাজ। কাজের দ্বারা মানুষকে এই মাটির পৃথিবীতে স্বর্গ গড়ে তুলতে হয়। আরামে আলস্যে দিন কাটানোর সুযোগ নেই। কর্তব্য পালনে যত্নহীন হলে 'রত্নলাভ' হয় না। কর্মময় জীবনই সুখকর এবং শান্তিময়। ঘরে বসে সুখ, সুখ করে কাঁদা ঠিক নয়, সুখ নিজের হাতে। অন্যের নিকট যা পাওয়া যায় না। কথায় বলে - আরাম হারাম হ্যায়। কর্মহীন আরামপ্রিয় ব্যক্তি সমগ্র মানব সমাজের নিকট অপরাধী। সে সভ্য সমাজের কলঙ্ক। শ্রম ছাড়া যে কোন ব্যক্তি পঙ্গু।
এই সমাজের প্রতিটি ব্যক্তি বা ছাত্রছাত্রী কোন কাজকে ছোট বড় না ভেবে ঐ কাজের প্রয়োজনীয়তা উপলব্ধি করে যদি আন্তরিকতার সঙ্গে কাজটি সম্পন্ন করতে পারে তাহলে এই সুন্দর বিশ্ব সুন্দরতম হয়ে উঠবে।
আমরা জানি প্রাকৃতিক তথা সামাজিক পরিবেশ সমস্ত জীব জগতের উপর প্রভাব বিস্তার করে। পরিবেশ যদি সুস্থ হয় তবে আমাদেরও চিন্তাভাবনা, কর্ম প্রেরণা, সামাজিকতা সবই অনুকূল হবে। তাই আমরা এই সামাজিক পরিবেশকে কলুষমুক্ত করতে 'উত্তর মেচগ্রাম বসন্ত আবাস শিক্ষা সদন' গড়ে তুলেছি। 'শিশুরাই জাতির ভবিষ্যৎ'- এই চিরাচরিত সত্যকে পাথেয় করে প্রতিটি ছাত্র-ছাত্রীকে কিভাবে তার চারিত্রিক গঠন, একজন সুদক্ষ কর্মী, ব্যক্তিত্বসম্পন্ন মানুষ বা দেশের একজন হতে পারে - তা কঠোর শ্রমযুক্ত শিক্ষা ব্যবস্থায় এই প্রতিষ্ঠানের 'সাধারণ মেধার ছাত্র-ছাত্রীদেরও' মাধ্যমিক পরীক্ষার ফলাফল আমরা আশানুরূপ পেয়েছি এবং ভবিষ্যতেও পাব বলে দৃঢ় বিশ্বাস। এই পরিশ্রমের আদর্শে সমস্ত শিক্ষানুরাগী অভিভাবকগণ অনুপ্রেরিত হবে ইহাই আমাদের একমাত্র লক্ষ্য।
-: প্রধান শিক্ষকের উদাত্ত আহ্বান :-
নমস্কারান্তে-
শ্রী অনিমেষ দাস
প্রধান শিক্ষক
বসন্ত আবাস